সুনামগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি এ উপলক্ষে বিশাল মিছিল হয়েছে। শহরের পুরাতন বাসস্টেশনের বিএনপি কার্যালয় থেকে বের হওয়া মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের হাছননগরের বক পয়েন্ট গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালয়নায় এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, আকবর আলী, শেরেনূর আলী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আবুল কালাম, অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহীন, অ্যাডভোকেট মাসুক আলস, নজরুল ইসলাম, আবদুল মুকিত, ফারুক আহমদ, আনছার উদ্দিন, আ.ত.ম মিছবাহ, রেজাউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে শহর ও শহরতলি থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী মিছিল সহকারে এসে পুরাতন বাসস্টেশনে জমায়েত হন।