নোয়াখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাইজদী প্রধান সড়কে হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে সমবেত হয়। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান। এ সময় সদর উপজেলার বিএনপির সহ সভাপতি আবুল হাসান সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।