দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। মামলাও চলমান। মন্দীর দখল নয়। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের গোলক কুমার চক্রবর্তী গং ও বাসুদেব ঘোষ গংয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন। দিঘলিয়া মৌজার সি এস ১৩৬১, এস এ ১৩১৭ খতিয়ানে এসএ দাগে .১৩০০ একর, ৮৪৭ নং দাগে .১১০০ একর এবং এসএ ১৩১৩ নং খতিয়ানের স্থলে আরএস ৯০৭ নং খতিয়ানে আরএস ৯৬৬ নং দাগে .১৩০০ একর জমি নিয়ে খুলনা জেলা জজ আদালতে মামলাও চলমান। দেওয়ানি মামলা নং ৫০০/২০২১, ৫/২০২২ ও ৭৪/২০২২ এবং সিভিল রিভিশন ৪৭/২০২৩। বাদী দিঘলিয়া নিবাসী দেব প্রসাদ চক্রবর্তীর পুত্র গোলক কুমার চক্রবর্তী তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন মামলাগুলো চলমান সত্ত্বেও বিবাদীগণ যথাক্রমে বাসুদেব ঘোষ, নিখিল ঘোষ, বিষ্ণু ঘোষ সর্ব পিতা মৃত মানিক চন্দ্র ঘোষ, বিদ্যুৎ ঘোষ পিতা মৃত সুশীল কুমার ঘোষ গং তার ভোগদখলকৃত সম্পত্তিতে জবর দখল করার পায়তারা করছে ও তার প্রাপ্ত জমিজমাতে পাকা ইমারত নির্মাণ করার চেষ্টা করছে। তিনি তার বিবাদীগণকে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকী ধামকী দিচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ করে দেওয়া সত্ত্বেও বিবাদীগণ তা অগ্রাহ্য করছেন বলে অভিযোগে জানিয়েছেন। পাশাপাশি চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সম্পত্তির উপর কোনো স্থাপনা নির্মাণ না করা ও স্থিতিশীল অবস্থা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বাদী গোলক কুমার চক্রবর্তী।