বৃহস্পতিবার সকাল ১০ টায় কাহারোল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন কাহারোল উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং উপজেলা পরিষদ চত্বরদিয়ে ঘুরে এসে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা শাখার বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা শাখার বিএনপির সাধারণ সম্পাদক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাঈনদ্দীন, সহ-সভাপতি মোঃ আনারুল হক, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল গণি ও মকলেছুর রহমান প্রমুখ।