দিনাজপুরের কাহারোল উপজেলায় বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ৩ দিন ব্যাপী সমাপ্ত হয়। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ এর সভাপতিত্বে, সমাপনি অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ খুরশিদ হাসান। আলোচনা শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণ কারীদের হাতে পুরুষ্কার তুলে দেন।