দিনাজপুরের কাহারোল উপজেলায় গত কাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারন এর আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পিয়াজ, অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ। প্রধান অতিথি ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ খুরশিদ হাসান, সমবায় কর্মকর্তা মোঃ সারওয়ার মুর্শেদ। কৃষি কর্মকর্তা জানায়, উপজেলায় ৬টি ইউনিয়নে ১৭ শত কৃষকে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। মোট উপজেলায় প্রনোদনা পাবেন ৩ হাজার ১ শত ৩০ জন।