নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর বিকেল ৩টায় উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের নেতৃত্বে উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত উপস্থিততে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিশাল এক বণার্ঢ্য র্যালী বের হয়ে সারা বাজার পদিক্ষণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের, যুগ্ম আহ্বায়ক বাবুল পাঠান, চেয়ারম্যান অবায়েদুল হক, যুবদলের সভাপতি নাজিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইনল হক, যুগ্ন আহ্বায়ক কলি আক্তার, ছাত্রদল আহবায়কসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।