"বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে এশিয়া ডে অফ অ্যাকশন" উপলক্ষে বরগুনায় নৌ-র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা ফেরী ঘাট এলাকায় বিষখালী নদীতে নৌ- রেলী এবং তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বুড়ীশ্বর (পায়রা নদীতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপারস বাংলাদেশ, জাতীয় মৎস্যজীবী সমিতি বরগুনা জেলা শাখা এবং পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি যৌথ ভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচীতে অংশগ্রহণ করে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এবং প্রকৃতি ও জীবন ক্লাব। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কমোঃ হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ আবদুল খালেক দফাদার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা'র) বরগুনার জেলা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা'র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান, যুব বাপা'র সমন্বয়ক অলিউল্লাহ আলামিন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ। এশিয়া ডে অফ অ্যাকশন জীবাশ্ম জ¦ালানির, বিশেষত প্রাকৃতিক গ্যাস ও এলএনজির প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের বিরোধিতা করে। বাংলাদেশে জীবাশ্ম জ¦ালানির উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। দেশের উপকূলীয় অঞ্চলসমূহ, যেগুলি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের জন্য অতি ঝুঁকিপূর্ণ, ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখোমুখি হচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে দেশকে একটি ন্যায্য, টেকসই, এবং নবায়নযোগ্য জ¦ালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করার দাবি করা হয়। বাংলাদেশের আটটি জেলার ১৫টি স্থানে নদীতে বিক্ষোভের আয়োজন করা হয়। আন্দোলনে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ¦ালানি থেকে উদ্ভূত দূষণ ও পরিবেশগত ক্ষতির প্রতিবাদ জানান।