মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে জড়ো হয়। এরপর সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা,সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।