আজ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস,দেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার একটি দিন। ১৯৭৫ সালের নভেম্বর মাসের শুরুতে যে অনিশ্চয়তা আর শঙ্কা ঘিরে ধরেছিল সমগ্র জাতিকে তার অবসান হয়েছিল ৭ নভেম্বর।মূলতঃ৭৫ এর ১৫ আগস্ট শেখ মুজিব হত্যার মাধ্যমে দেশে যে অস্বাভাবিক পরিস্থিতি চলমান ছিলো তা আরও ঘনীভূত হয়ে চরম সংকটে পতিত হয় জিয়াউর রহমানকে গৃহবন্দী করে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের অভ্যুত্থানের মাধ্যমে।এই সংকটে কর্নেণ তাহের জাসদের উপর ভর করে আবির্ভূত হয়েছিলেন ক্ষমতা দখলের অভিপ্রায় নিয়ে।লক্ষ্যে পৌঁছানোর কাজটা তিনি শুরু করেছিলেন খালেদ মোশররফের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে।এ ঘটনাকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের প্রচেষ্টা বলেই মনে করেন অনেকে।কর্নেল তাহের জিয়ার কাঁধে বন্দুক রেখে ক্ষমতার পাখি শিকার করতে চেয়েছিলেন।কিন্তু ঘটনাপ্রবাহের শেষ অঙ্কে জিয়াউর রহমান নেতার ভূমিকায় উপস্থিত হন এবং সবকিছুই তাঁর নিয়ন্ত্রণে চলে আসে।জিয়া সেনাবাহিনী ও জনসাধারণের মধ্যে জনপ্রিয় ছিলেন,যে কারণে শেষ পর্যন্ত কর্নেল তাহের আর টিকতে পারেননি।৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল বা ষড়যন্ত্রের রাজনীতি শেষ হয়ে যায় জিয়াউর রহমানের সমর্থনে সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ পথে নেমে আসায়।জিয়াউর রহমান রণাঙ্গনে লড়াই করা মুক্তিযোদ্ধা।স্বাধীনতা যুদ্ধের শুরুতেই বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গেই থাকে। জিয়াউর রহমান ১৯৭১সালের অমিত সাহসী মুক্তিযোদ্ধাদের একজন।জিয়ার প্রতি সাধারণ মানুষের অগাধ আস্থা ছিল।এ আস্থাই ১৯৭৫-এর নভেম্বরে জিয়াকে বন্দীদশা থেকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। স্বাধীনতার পরপরই হত্যা,হামলা, জখমের কর্মসূচি নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশে রাজনীতিতে আবির্ভূত হয় জাসদ।ওই সময়ের হাজারো মেধাবী তরুণকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অলীক স্বপ্ন দেখিয়ে বিপথে ঠেলে দিয়েছিল জাসদ। মেধা ও তারুণ্যের নিদারুণ অপচয় হচ্ছে জাসদ।এ কারণেই ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে জাসদ পায়ের নিচে মাটি খুঁজে পায়নি।সামরিক বাহিনীতে জিয়াউর রহমানের জনপ্রিয়তা এবং সেনাবাহিনীর অন্য কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে সম্ভবত তাহের ও জাসদের স্পষ্ট ধারণা ছিল না।খালেদ মোশাররফও একই ভুল করেছিলেন। সেনাবাহিনীর অবস্থান ও জিয়ার জনপ্রিয়তা সম্পর্কে তিনিও ভুল হিসাব করেছিলেন। যে কারণে দু'জনই ৭ নভেম্বরের ঘটনার আড়ালে চলে যান।খালেদ মোশাররফ নির্মমভাবে নিহত হন এবং কর্নেল তাহের ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে সরে যান।কারণ,দু'জনের প্রতিই সামরিক বাহিনী বা জনসাধারণের বড় অংশের সমর্থন ছিল না;বরং অভাবনীয়ভাবে সামরিক বাহিনীর সদস্যরা জিয়াউর রহমানকে উদ্ধার করেন।যদিও জাসদ দাবি করে তাঁরাই জিয়াকে উদ্ধার করেছেন।বরং এটাই সত্য যে,জিয়াউর রহমানের জনপ্রিয়তার ওপর ভর করে জাসদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ নিয়েছিল।কিন্তু সৈনিক সংস্থা কর্তৃক সামরিক বাহিনীর অফিসার হত্যার প্রেক্ষিতে দ্রুত কর্নেল তাহের এবং জাসদ ওই সময়ের ঘটনাপ্রবাহের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন।বরং সামরিক বাহিনী ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগের কারণে জাসদের সেই উদ্যোগ ভেস্তে যায়। ৭নভেম্বরের সিপাহী জনতার সমন্বিত বিপ্লবে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও রাজনীতি নিয়ে যে চরম শঙ্কায় পড়েছিল দেশ, জনমনে ছড়িয়ে পড়া অজানা আতঙ্ক তা থেকে রক্ষা পায় জাঁতি এবং ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে যায় বাংলাদেশ।