রংপুরের পীরগাছায় তিস্তা নদী পাড়ি দিয়ে গাঁজা বহনের সময় ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার পাওটানাহাট মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে তাদের আটক করা হয়। আটক সিয়াম (২৫) ও সাগর (৩২) নাটোর জেলার লালপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাওলা ইউনিয়নের দফাদার রেজাউল করিম এর নেতৃত্বে স্থানীয় লোকজন স্থানীয় পাওটানাহাট মুক্তিযোদ্ধা চত্ত্বরে অবস্থান নেন। এ সময় কুড়িগ্রামের উলিপুর থেকে তিস্তা নদী পাড়ি দিয়ে মোটর সাইকেল যোগে সিয়াম ও সাগর পাশ^বর্তী সুন্দরগঞ্জ-গাইবান্ধা হয়ে যাওয়ার সময় পাওটানাহাট মুক্তিযোদ্ধা চত্ত্বরে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থাকা ব্যাগ তল্লাসী করে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে মোটর সাইকেলসহ আটক দু’জনকে থানায় নিয়ে যান। এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, আটক দু’জনের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে। আর মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।