দিনাজপুরের ঘোড়াঘাটে তুচ্ছ ঘটনায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করার কারণে ঘোড়াঘাট-দিনাজপুর ভায়া গোবিন্দগঞ্জ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে,ফলে যাত্রীসাধারনের চরম কষ্টের মধ্যে পড়তে হয়। সমবার বেলা ১১টায় ঘোড়াঘাট বাসষ্ট্যান্ড সংলগ্ন ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা ব্যানার নিয়ে ঘোড়াঘাট-দিনাজপুর সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ওই মাদ্রাসার এক শিক্ষক জানান,মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কোন রকম আলোচনা ছাড়াই মাদ্রাসা সংলগ্ন মসজিদে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট অন্যায়ভাবে বছরে ৮০হাজার টাকা অর্থ দাবী করে। তিনি জানান, আমরা মসজিদে এত টাকা দিতে রাজী নই। পরে পরিস্থিতি আরো অবনতি হলে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। পরবর্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এসে ছাত্র ও শিক্ষকদের সাথে কথা বলে ও তাদের দাবীদাওয়া মেনে নিলে ছাত্র ও শিক্ষকরা রাস্তা ছেড়ে ক্লাশে ফিরে যায়। বিষয়টি নিয়ে মাদ্রাসার শিক্ষক ছাত্র ও মসজিদের মুসল্লীদের মধ্যে প্রকাশ্যে বিরোধ লক্ষ করা গেছে।