নীলফামারী ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএপি। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয় হতে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের অংশগ্রহণে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, আবদুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহ্বায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমান আকিক, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক লিমন হোসেন প্রমুখ।