কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কুমিল্লার অর্থায়নে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বুধবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী, বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দিন, অ্যাকাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফারহানা ইয়াছমিন, সাধারণ সম্পাদক চাঁন মিয়া সরকার, সদস্য গিয়াস উদ্দিন, মাঈন উদ্দিন দুলাল, মুছা মিয়া, ভূঁইয়া আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।