সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে বাঘ বিধবাদের নিয়ে সামাজিক সুরক্ষার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপকূলের বেসরকারি উন্নয়ন সংগঠন সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের আয়োজনে বুধবার (৬ নভেম্বর) সকাল দশটায় নীলডুমুর আলাউদ্দিন মার্কেট চত্তরে বাঘ বিধবাদের নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘ বিধবা রাশিদা বেগম। সামাজিক সুরক্ষা, সোশ্যাল সেফটিনেট প্রোগ্রামসহ সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠনের বাঘ বিধবাদের সহযোগিতাসহ তাদের গুরুত্ব দিয়ে সামাজিক মর্যাদায় নিয়ে আসার আলোচনা সভায় দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি ও সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি এমএ হালিম। তিনি বলেন, সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন এলাকায় বিশেষ করে শ্যামনগরে এক হাজারের অধিক বাঘ বিধবা রয়েছে। যাদের জীবন কঠিন। তারা মানবেতর জীবন যাপন করে। বাঘ বিধবারা আজ নিদারুণ কষ্টের মধ্য দিয়ে দিনযাপন করছে। সরকারি সহযোগিতাসহ বিভিন্ন সহযোগিতা থেকে তারা বঞ্চিত। কারণ কুসংস্কারের কারণে তাদের পক্ষে কেউ কথা বলতে চায় না। রাষ্ট্রীয়ভাবে বন আইনে ক্ষতিপূরণের দাবি তাদের। এ ছাড়া বন আইনে বাঘ বিধবা স্বীকৃতি দেওয়ারও দাবি তোলেন তারা।
বাঘ বিধবাদের মধ্যে আরো আলোচনা করেন তৈয়বা বিবি, বক্তব্য রাখেন সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের রবিউল ইসলাম ও ফয়সাল আহমেদ।