সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজীর সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব নাসিরুদ্দিন ফরায়েজি, সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো এনায়েতউল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়ারুল ইসলাম, সাতক্ষীরার সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. ফরহাদ জামিল, উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এ- এ্যাভুলুয়েশন অফিসার মঈনুল হাসান সোহান, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুসসহ লিগ্যাল এইড কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। এ সময় বক্তারা বলেন লিগ্যাল এইডকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। লিগ্যাল এইড এর সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করতে হবে।