বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘূর্ণীঝড় দূর্যোগে আগাম প্রস্ততি নিয়ে ব্যপক আলোচনা ও সিদ্ধন্ত গ্রহণ করা হয়।
৫ নভেম্বর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, শরণখোলা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী, রুপান্তর কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মিরু, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (সিপিপি) প্রতিনিধি মাহাবুবুর রহমান মিন্টু ফকির প্রমূখ। সভায় জনপ্রতিনিধি, বেসরকারী উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ, সুশীলন, রুপান্তরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।