বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন হাটে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অনিয়ম, মোয়াদোতীর্ণ ওষুধ ও মালামাল দোকানে রাখা, অপরিষ্কার স্থানে খাদ্য তৈরি ও বিক্রি প্রতিরোধে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ মনিটরিং শুরু করে জরিমানা করছেন। গত এক সপ্তাহের ব্যবধানে ৪টি বাজারে ৪৮ জন ব্যবসায়ীকে ২৫ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়। প্রথম বারের মত সতর্ক করে ব্যসায়ীদের কম টাকা জরিমানা করা হয়। উপজেলা ট্রাক্সফোস কমিটি, বাজার কমিটি, ইজারাদার ও গন্যমান্য ব্যাক্তিদের সহযোগীতায় ইউএনও বাজার মনিটরিংয়ের কাজ অব্যাহত রেখেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ সূত্র জানায়, আজ (৬ নভেম্বর) বুধবার সকালে উপজেলা সদর রায়েন্দা কাঁচাবাজারে মনিটরিং করতে গিয়ে ২০ জন ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শণ না করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই অভিযোগে ১ জন মাংশ ব্যবসায়ীকে ১ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ৪ জন মটরসাইকেল ড্রাইভারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে গত মঙ্গলবার(৫ নভেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার সুন্দরবন সংলগ্ন রাজাপুর বাজারে মনিটরিং করেন। এ সময় মূল্য তালিকা না রাখা সহ বিভিন্ন অনিয়ম করার অপরাধে ৮ জন ব্যবসায়ীকে ৫ হাজার ৮ শত টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এ সময় বাজার কমিটির সদস্য বৃন্দ, হাট ইজারাদার ও স্থানীয় জনসাধারণ সহায়তা প্রদান করে।
গত ২৯ অক্টোবর উপজেলার তাফালবাড়ী বাজারে মনিটরিং করতে গিয়ে মাছ, মাংস, সবজি, গ্যাসের সিলিন্ডার রাখাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যতালিকা প্রদর্শণ ও ন্যায্য দামে বিক্রির বিষয়টি মনিটরিং করেন। এ সময় বিভিন্ন অনিয়মে ৮ ব্যবসায়ীকে ৪ হাজার ৮ শত টাকা জরিমানা করেন।
গত ২৮ অক্টোবর উপজেলার আমড়াগাছিয়া বাজারে উপজেলা বাজার কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের নের্তৃবৃন্দের সহায়তায় মরিচ, পিয়াজ, আলু, মাছ, মাংস, রোসন লেবুসহ বিভিন্ন তরিতরকারী, বিভিন্ন ফল, যত্রতত্র গ্যাসের সিলিন্ডার রাখা সহ বিভিন্ন প্রয়োজনিয় জিনিসপত্রের মূল্য তালিকা প্রদর্শণ করা হয়। উপজেলা ট্রাক্সফোর্স কর্তৃক বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমড়াগাছিয়া বাজার মনিটরিং করা হয়। এ সময় মূল্য তালিকা না রাখা, ফুটপাত দখল করে পণ্য বিক্রয়, পণ্য ক্রয়ের রশিদ না দেখাতে পারা এবং অধিক মূল্যে মাংস, পিয়াজ, রসুন, আলু ও খেজুর বিক্রয় করায় সকলকে সতর্ক করা হয়। মূল্য তালিকা না রাখা, মোয়াদোতীর্ণ ওষুধ দোকানে রাখা ও মাংসের মূল্য তালিকা থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে ৮ জন ব্যবসায়ীকে ৪ হাজার ৫ শত টাকা অর্থদন্ড দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দ্রেবব্রত সরকার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।