আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনো চূড়ান্ত হয় টুর্নামেন্টের সূচি। এর বাইরে ভারতের খেলা নিয়েও রয়েছে ধোয়াশা। ভারতের খেলা না খেলা আলোচনা থাকলেও ভারত এই টুর্নামেন্ট জিতবে, বিশ্বাস দেশটির সাবেক তারকা ব্যাটার শিখর ধাওয়ানের। রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তান দুই দেশের সাথে কোন ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই দেখা হয় দুই দেশের। তবে ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিয়ে আশাবাদী দেশটির সাবেক তারকা শিখর ধাওয়ান। তার মতে ভারতীয় দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ। এর বাইরে আলাদাভাবে বলেছেন ভারতের সাম্প্রতিক সাফল্যের কথা। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এর আগে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো করেছে তারা। সবমিলিয়ে ভারতকে নিয়ে আশাবাদী দেশটির হয়ে আইসিসি টুর্নামেন্টে ছয়টি সেঞ্চুরি করা এই ব্যাটার। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেন, ‘‘আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ভালো সম্ভাবনা রয়েছে। আমরা মাত্রই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি, এর ওয়ানডে বিশ্বকাপের (২০২৩ সাল) ফাইনালে খেলেছে। আমাদের দল দারুণ ফর্মে আছে।’’ এর বাইরে ভারতের নতুন নিয়োগ পাওয়া কোচ গৌতম গম্ভীরকেও প্রশংসায় ভাসিয়েছেন ধাওয়ান। আলাদাভাবে বলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়ের কথাও। তিনি বলেন, ‘‘কোচ হিসেবে গৌতম (গম্ভীর) ভাই, রাহুল (দ্রাবিড়) ভাইয়ের গাইডলাইনে আমরা দারুণ পারফরম্যান্স করেছি, আমাদের দলে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ভারসাম্য রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ।’’ আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শ্রেষ্ঠত্বের লড়াই আট দলকে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। এরই মধ্যে খসড়া সূচি তৈরি করেছে পিসিবি।