আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে ৫নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শ্বেতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে মঙ্গলবার সন্ধ্যায় এ সভার আয়োজন করা হয়।
ইউপি সদস্য লিয়াকত বিশ্বাসের সভাপতিত্বে ও নাজিম উদ্দীন ঢালীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান। বিশেষ অতিথি ছিলেন, আঃ করিম ঢালী ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহম্মেদ ঢালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রমজান আলী, আক্তারুল ইসলাম, মনির হোসেন মনির, জামাল উদ্দীন, ছাত্র নেতা সবুজ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মাহবুবুল আলম রিপন।