নব ঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে অভিনন্দন জানিয়েছে সরাইল উপজেলা বিএনপি। এই উপলক্ষে বুধবার সন্ধ্যায় তারা আনন্দ মিছিল ও পথ সভা করেছেন। মডেল কমিটি উপহার দেওয়ায় দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি অ্যাডভোকেট এম.এ মান্নান ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র ৩২ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি। নবগঠিত এই কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সরাইল বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরূজ্জামান লস্কর তপুর নেতৃত্বে উপজেলা ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়। কয়েকশত নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিলটি সরাইলের প্রধান সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে নুরূজ্জামান লস্করের সঞ্চালনায় আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নাসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলায় সুন্দর স্বচ্ছ ও দক্ষ লোকদের সমন্বয়ে একটি কমিটি উপহার দিয়েছেন। এইজন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে সরাইল বিএনপি ও সহযোগি সকল সংগঠনের নেতা কর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সকল উপজেলা, ইউনিয়ন ও ওযার্ড বিএনপিকে দূর্বারগতিতে এগিয়ে যাবেন। সেই সাথে দলকে সুসংগঠিত করে আরো শক্তিশালী করবেন বলে আমরা আশাবাদী। সরাইল আশুগঞ্জের মাটি বিএনপি’র ঘাঁটি থেকে আমরাও অতীতের মত এই কমিটিকে সকল দিকে সহযোগিতা করে তারেক রহমান তথা বিএনপি’র হাতকে আরো শক্তিশালী করবো।