তাবলীগ জামায়াতে চিল্লা দিতে এসে দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে তাবলীগ জামায়াতের এক বিদেশী মেহমানের করুনভাবে মৃত্যু হয়েছে। ফাইজার রহমান নামের ওই ব্যাক্তি ইন্দোনেশিয়া থেকে দাওয়াতি কাজে বাংলাদেশে এসেছিলেন। বুধবার দুপুরে অন্যান্য সঙ্গীদের সাথে কুলালন্দপুর নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে বালুর গর্তে তলিয়ে যান। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে করতোয়া নদীর ২০ থেকে ২৫ফুট গভীর গর্ত থেকে তার লাশ উত্তোলন করে। এ ব্যাপারে তাবলীগ জামায়াতের সাথীভাই আবদুল আজিজ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি জিডি করেন। ঘোড়াঘাট থানা পুলিশ বিদেশী নাগরীকের লাশ থানা হেফাজতে নেয়।