সুজনের প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার বলেছেন, নির্বাচন নিয়ে সারাদেশের মানুষের একটি অসন্তুষ্টি রয়েছে। ২০১৪ সাল, ২০১৮ সাল, ২০২৪ সালের নির্বাচন এক একটা একেক ধরনের হলেও সবগুলি নিয়েই মানুষের মাঝে অসন্তুষ্টি আছে।
সারাদেশের মানুষ চায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। আর সে জন্যই কিন্তু নির্বাচনী আইন করা, সঠিক মানুষদের নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া এবং নির্বাচনটা সঠিকভাবে উপহার দেওয়া। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্খাভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
বুধবার বেলা ১১ টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে নগরীর সদররোডস্থ আর্যলক্ষী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধারণা পত্রের ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সুজনের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্ব এ সময় অন্যান্যের মধ্যে মহানগর সভাপতি অধ্যাপক মোতালেব হাওলাদার, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা উপস্থিত ছিলেন।