জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০৮ জন ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে বুধবার সকালে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউপি সদস্য হাসান আল মামুন, স্বপন হালদার, হাসনা হেনা বেগম, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।