২০২৩ সালে জেলার গৌরনদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, বিস্ফোরণ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের ৩৬ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা আক্কেল আলী সরদার বাদি হয়ে মঙ্গলবার দিবাগত রাতে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।
বুধবার দুপুরে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এজাহারে জানা গেছে, মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বর্তমানে কারান্তরীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার। মামলায় ৩৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।