কুমিল্লার হোমনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন করে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, থানার উপপরিদর্শক মো. এহছান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. শরাফ উদ্দিন মানিক প্রমুখ।