পিরোজপুরের কাউখালীতে ডিডিএস ফাউন্ডেশনের সহযোগিতায় নারীর এগিয়ে চলা প্রকল্পের বাস্তবায়নে বুধবার ৬ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক স্থানীয় চিত্র উপস্থাপনা ও মতামত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু ,কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার বারাকাত হোসেন, নারীর এগিয়ে চলা প্রকল্পের নির্বাহী সদস্য রেহানা সামদানী, লিলি লিলিয়ান রোজারিউ, প্রকল্প কর্মকর্তা ফাতেমা তুজ জুবাইদা, তন্বী সোম, স্থানীয় নারী নেত্রী সাজিদা সুলতানার রেশমা, সাথী হালদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সহ আইনের শাসন নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমাদের পারস্পরিক শ্রদ্ধাশীলতা, মানসিক চিন্তা পরিবর্তন, কুসংস্কার থেকে বের হয় আসাসহ সামাজিক প্রথা পরিবর্তন করতে হবে।