নোয়াখালীর সেনবাগে সোনাইমেুড়ীতে পুলিশ পৃথক চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি,গাঁজা ও অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত দুইটি পিকআপ সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৭ টি দেশী- বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯ টি ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি, ১২ কেজি গাঁজা ও অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত ২ টি পিকআপ।মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। এর আগে, সোমবার দিবাগত রাতে জেলার সেনবাগের সেবারহাট বাজার ও সোনাইমুড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলোঃ চাটখিল পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছয়আনী টবগা বড় ভূঁইয়া বাড়ির বাবলু ছেলে বাদল হোসেন (২১), চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউপি ২ নং ওয়ার্ডের রুইতখালী গ্রামের আমিন পাটোয়ারী বাড়ির আবদুস সাত্তারের ছেলে মোঃ রবিন (২৮), কুমিল্লর লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউপির সৈয়দপুর জসিম উদ্দিন হাজী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ হোসেন (২২), সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউপির দেওটি গ্রামের সাইফুল আলমের ছেলে মোঃ বাহার (৩০)ও বেগমগঞ্জের ১৪ নং হাজ¦ীপুর গ্রামের উজির আলীর ব্যাপারী বাড়ির কামাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪)। জানাগেছে সোমবার দিবাগত মঙ্গলবার রাত গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীবের নেতৃত্বে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা গোপন সংবাদের খবর পায় কতিপয় সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী চট্টগ্রাম থেকে পিকআপ যোগে নোয়াখালী অভিমুখে আসছে। এ খবর পেয়ে তারা সেনবাগের ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট বাজারে সায়েদ প্লাজার সামনে চেকপোস্ট বসিয় যানবাহন তল্লাশী শুরু করে। তল্লাশীর একপর্যায়ে অস্ত্রসহ দুইটি পিকআপ থেকে ১০টি অস্ত্র ও ১ কেজী গাঁজাসহ ৪ জনকে আটক করে ওই অস্ত্র ,গুলি ও গাঁজা উদ্ধার করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাইমেুড়ীর দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়িতে অভিযান পরিচালনা করে সেখান থেকে ৯টি ম্যাগাজিন, ৫টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি এলজি এবং ২৭৭ রাউন্ড পিস্তলের গুলিসহ মোঃ বাহারকে আটক করে। এ ঘটনায় সেনবাগ ও বেগমগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার নোযাখালী বিচারিক আদালতে প্রেরণ করা হবে।