নাটোরের সিংড়ায় লক্ষাধিক টাকা মূল্যের পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় আবদুর রাজ্জাক ও সুবাস সাহা নামের দুই ব্যবসায়ী সাত হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর বাজারে অভিযান চালিয়ে এই অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার। অভিযানে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাজারের শেখ মার্কেটের রাজ্জাক ষ্টোরে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫২৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত পলিথিন ব্যাগগুলো পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।