ভালো থাকার জন্য বই পড়া দরকার। বই মানুষকে পরিচ্ছন্ন আর সঠিক পথে পরিচালিত করে। কথাগুলো বলেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আক্তার জামীল। তিনি মঙ্গলবার (৫ নভেম্বর) নওগাঁ র নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই পড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রত্যেক বিদ্যালয়ে এমন বই পড়া কর্মসূচি নিয়মিত চালু করতে হবে। ছাত্র-ছাত্রীদের সৃজনশীল হতে হবে। আর সৃজনশীল হতে হলে পাঠ্য পুস্তক ছাড়াও বিভিন্ন মনিষী সম্পর্কে, উপন্যাস, পত্রিকা পড়ার উপর জোর দিতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সবাইকে আগ্রহী করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভা সঞ্চালনায় করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, নবম শ্রেণির ছাত্রী খাদিজা আফসীন প্রমূখ। অনুষ্ঠান শেষে বই পড়া কর্মসূচীতে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এরপর তিনি কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায করেন।