দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারী চালিত রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের রাজাবাসর শাখায় ও পার্বতীপুর মডেল থানা মোড় শাখার কর্মীসভা ও কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় রাজাবাসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাহিনুর ইসলাম শানুর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান/রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আপনারা যদি সুসংগঠিত থাকেন। আপনাদের শক্তির সাথে কেউ অন্যায় আচরণ করে পার পাবেনা।অন্যায় আসলে আপনারা প্রতিরোধ করতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স, পৌর যুবদলের রবিউল ইসলাম বাবু ও এবিএল ইলেকট্রনিকের স্বতাধিকারী মো: আরমান খান নিরব প্রমুখ।