কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ্ সেতুর মুখে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুল চড়া গ্রামের সুজন সরদারের পুত্র অভি সরদার (২০)। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লালনশাহ্ সেতুর সন্নিকটে এ দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে ঈশ্বরদী থেকে মোটরসাইকেল যোগে ভেড়ামারায় আসছিল। পথিমধ্যে লালন সেতু অতিক্রম করে ভেড়ামারার অংশে পৌঁছানোর পর সামনে থাকা ট্রাক স্লো করলে পিছনে থাকা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের তলে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরণ করা হয়েছে।