কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সকালের বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সত্য, সততা ও সততার দৈনিক এই স্লোগানে পত্রিকার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি আবদুল কুদ্দুছ চঞ্চলের আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় নাগেশ্বরী প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোর এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়ার হোসেন, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ, এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাইটিভির উপজেলা প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, এশিয়ান টেলিভিশনের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, আমাদের প্রতিদিনের উপজেলা প্রতিনিধি শেখ মো. নূর ইসলাম, মানব কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দিনকালের কচাকাটা প্রতিনিধি মনিরুল ইসলাম মিলন, দৈনিক চেতনায় বাংলাদেশ এর প্রতিনিধি আবু হাসান আনছারী, দৈনিক যায়যায় কাল এর প্রতিনিধি আতিকুর রহমানসহ অনেকে।