বেনাপোলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) এর সঙ্গে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোরের জেলা প্রশাসক আজাহার“ল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ আলীম আক্তার খান। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, ভোক্তা অধিকারের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সাজিব নাজির, শার্শা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বিএনপি নেতা খায়র“জ্জামান মধু, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান সহ আরও অনেকে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেনাপোল দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কাস্টমস বা বন্দর কর্তৃপক্ষ কোন রকম হয়রানি করলে ছাড় দেয়া হবেনা। তিনি আরও বলেন, বেনাপোল বন্দরে যানজট নিরসন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান কার্যক্রমকে আরও দায়িত্বশীলভাবে পালন করতে হবে।