মেনোকা রানী (৬৫) নামের এক বিধবা নারীকে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়েছে। গুরুত্বর অবস্থায় আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে শষ্যাশয়ী ওই গ্রামের মৃত বিমল চন্দ্র দাসের স্ত্রী বৃদ্ধা মেনোকা রানী অভিযোগ করে বলেন, রাতে মুরগীর খামারের দরজা লাগানোর সময় পার্শ্ববর্তী বাড়ির রফিকুল ও মাহিম নামের দুই বখাটে তাকে ঝাপটে ধরে দুই কান ছিড়ে কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।