রাজশাহীর বাঘায় নবাগত ইউএনও শাম্মি আক্তারকে ফুলের অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিএনপি। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নির্বাহী তার কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, বিএনপি নেতা মজিবর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, হিটলার মন্ডল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব স্বপন সরকার, সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ পিয়াস, শাহদৌলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আশিক ইকবাল হিমেল, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম রনি, মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত হোসেন অনিক, বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আমির হাসনাত রনি প্রমুখ।