ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গফরগাঁওয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ্ খানের হাজারো সমর্থক নেতাকর্মীরা মঙ্গলবার সকালে আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলটি উপজেলার পাগলা থানা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দিদারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আবদুল মালেক, আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, তাঁতীদলের সদস্য সচিব মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান দীপ্ত প্রমুখ। উল্লেখ্য, গত ৪ নভেম্বর ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর সাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে তিন সদস্যের দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।