জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে মঙ্গলবার পুরস্কৃত করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসকের সভা কক্ষে দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার বিতরণ করেন। এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসক বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নিয়মিত পাঠদান ও গ্রহনের পাশাপাশি প্রত্যেককে এক্সস্ট্রা কারিকুলাম একটিভিটিস এর উপরও জোর দিতে হবে। যাতে শিক্ষার্থীদের মেধা মননের বিকাশ হয়। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে তিনি বিজয়ীদের আরো বেশী মনোনিবেশ করতে বলেন। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিস আলী আজিজিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এবছর মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে পিরোজপুর সরকারী বালিকা বিদ্যালয়ের নাফসুন নাজাহ, শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নেছারাবাদ শহীদ স্মৃতি কলেজের আল ওয়াসী ইসলাম, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী পিরোজপুর দারুর উলুম কুরআন মাদ্রাসার ফাতিমা আকতার, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষার্থী পিরোজপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের মো: শাহরিয়ার নেওয়াজ। এছাড়াও জেলার শ্রেষ্ঠ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, বিএনসিসি, রোভার, স্কাউট, গার্লগাইডকেও পুরস্কৃত করা হয়।