শিক্ষার মানোন্নয়নে জেলার গৌরনদী উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক শরীফুল ইসলাম, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম জুয়েল গাজীসহ অন্যান্যরা।