ভোটগ্রহণ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাতেই বিজয়ীর ঘোষণা চান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের চাওয়া, সব ভোট গণনা শেষ হওয়ার আগেই বিজয়ী প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে শুরু হবে ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যায়। এবারের ভোটে মূল লড়াই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।
এর আগে ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে হেরে যান।