যশোরের ঝিকরগাছায় মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রণোদনা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভূমি নাভিদ সরওয়ার। করবা তো উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সরকারি প্রণোদনার আওতায় এবারের রবি মৌসুমে ৩ হাজার ৬৫০ জন কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০০ জনকে সরিষার বীজ এক কেজি, ১৭০ জনকে ৫ কেজি করে মসুর বীজ, ১৮০ জনকে ২০ কেজি করে গমের বীজ, ৪০ জনকে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ জনকে ৮ কেজি করে খেসারির বীজ, ২০ জনকে ২ কেজি করে অড়হড়ের বীজ ও ২০ জনকে পেঁয়াজের বীজ দেয়া হবে। এসবের সাথে প্রত্যেককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে। তবে অড়হড়ের কৃষক পাবেন ৫ কেজি করে। উপজেলার মোবারকপুর গ্রামের কৃষক শফিকুল বলেন, ‘উপজেলা কৃষি অফিস থেকে সরিষার বীজ ও সার পেয়েছি। এবার এক বিঘা জমিতে সরিষার আবাদ করেবো।' উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম জানান, কৃষকের প্রণোদনার কিছু অংশ আজ বিতরণ করা হলো। অবশিষ্ট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।