কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুরালের ছবি অবমাননা করায় প্রায় আড়াই বছর পর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসিবুর রহমান রিজুসহ ১২ জনের নাম উল্লেখ করে ভেড়ামারা থানায় মামলা রেকর্ড করা হয়েছে। জিয়াউর রহমান’র ম্যুরালে কালিলেপন ও অবমাননা করায় কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ১১ এপ্রিল মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দীয় সহ-সভাপতি হাসিবুর রহমান রিজুর হুকুমে এবং নাজমুল প্রধানের নির্দেশনায় দেশীয় অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুরালে হাসিবুর রহমান রিজু থুতু মারে এবং অনান্য আসামিরা ছবিতে কালো স্প্রে ব্যাবহার করে ছবি বিকৃত করে। সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বাধা প্রদান করলে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং সাক্ষীগণের উপর হামলা করে নীলাফোলা জখম করে। এ বিষয়ে সে সময় ভেড়ামারা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় নি। এ ঘটনার পর আড়াই বছর পর কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করে। পুলিশ অভিযোগ টি আমলে নিয়ে রেকর্ড করেন। মামলা নং ১৮ তারিখ ঃ ২৮/১০/২০২৪ ইং ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৫০৬/১১৪ পেনালকোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য উপাদানবলী আইনের ৩(ক)। এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানিয়েছেন, জিয়াউর রহমান’র ম্যুরালে কালিলেপন ও অবমাননা করার অভিযোগ বিষয়ে লিখিত আবেদন’র প্রেক্ষিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের আভিযান অব্যহত রয়েছে।