নাটোরের সিংড়ায় পাঁচ হাজার ২৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম প্রভাত, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। এর আগে একই হলরুমে জাতীয় ইঁদুর দমন অভিযানের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। কৃষি কর্মকর্তা সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট পাঁচ হাজার ২৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্রা, পেঁয়াজ, খেসারী, চিনাবাদাম ও মসুর ফসলের বীজ, সার ও উপকরণ করা হচ্ছে।