র্যাব-১২ বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৫০৮ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের হেফাজত রাখা ৫ টি মোবাইল, ৫ টি সীম, ৩ টি ব্যাগ উদ্ধার সহ ১টি প্রাইভেট কার এবং নগদ ১৬,৫০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। র্যাব-১২ বগুড়ার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, র্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঠাকুরগাঁও হইতে বগুড়ার বগুড়া গামী একটি প্রাইভেট কার করে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে আসছে। এই তথ্যের ভিত্তিতে (৫ নভেম্বর) ভোর রাত সোয়া তিনটায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা টিএমএসএস মেডিকেল কলেজ ও হসপিতাল এর সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কারের পিছনের ব্যাকডালার ভিতরে বিশেষভাবে রক্ষিত কাপড়ের ২ টি ট্রলি ব্যাগ এবং ১ টি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ৫০৮ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার ও ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মৃত লুদু মিয়ার পুত্র রোববার ইসলাম (৩৯), শহিদ হোসেনর পুত্র সামিম হোসেন (২৮) ও মৃত ইয়াজ আলী মুন্সীর পুত্র আলিম উদ্দিন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিরা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।