ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে দুইশতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় প্রশিকার স্বাস্থ্য কর্মসূচীর আওতায় স্থানীয় প্রশিকার প্রশিক্ষণ মিলনায়তনে প্রশিকার সদস্য ও সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র দুইশতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রশিকার পরিচালক (মাইক্রোফিন্যান্স) এ.এস.এম বজলুল গণি বুলবুল। প্রশিকার কেন্দ্রীয় উপণ্ডপরিচালক মো: ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক অনুপ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিকার সিনিয়র সহকারী পরিচালক মো: আবদুল আওয়াল,সহকারী পরিচালক মো: মাহবুবুর রহমান,প্রশিকার স্বাস্থ্য বিভাগের সমন্বয়কারী মো: মহসীন,প্রশিকার মেডিকেল অফিসার ডা: ইফফাত আরা নওমি,সিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রাশেদুজ্জামান জয়,প্রশিকা নাসিরনগর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক বিমল দত্ত। ২ জন চিকিৎসকের নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবায় প্রায় দুইশতাধিক মানুষের রোগ চিহিৃত করে তাদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়াও স্তন ক্যান্সার আছে কিনা এমন ১৪ জনকে পরীক্ষা করা হয়। এ সময় প্রশিকার কর্মকর্তা,কর্মী,সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিকার পরিচালক এ.এস.এম বজলুল গণি বুলবুল জানান,প্রশিকা বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশিকা। প্রশিকা সারাদেশে ঋণ কার্যক্রমের পাশাপাশি বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরন,চিকিৎসা ও খাদ্য সামগ্রী প্রদান,শীত বস্ত্র বিতরণ,স্যানিটেশন,বৃক্ষরোপন,বিনামূল্যে ওষুধ প্রদানসহ সামাজিক কার্যক্রম চালু রয়েছে।