আমেরিকাস্থ বাংলাদেশ সোসাইটি (ইন্ক) নির্বাচন ২০২৪ গত ২৭ অক্টোবর নিউইর্য়কের ৫টি ভ্যেনুতে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছে। এতে সেলিম-আলী পরিষদ, রুহুল - জাহিদ পরিষদকে পরাজিত বিপুল ভোটে ব্যবধানে পূর্ন প্যানেলে জয়ী হয়েছে। এতে ঃ আতাউর রহমান সেলিম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক, মোঃ মহিউদ্দিন দেওয়ান সিনিয়র সহ-সভাপতি, কামরুজ্জামন কামরুল সহ-সভাপতি, আবুল কালাম ভুইয়া সহ-সাধারণ সম্পাদক, মফিজুল ইসলাম ভুইয়া কোষাধ্যক্ষ, ডিউক খান সাংগঠনিক সম্পাদক, অনিক রাজ সাংস্কৃতিক সম্পাদক, রিজু মোহাম্মদ জন সংযোগ ও প্রচার সম্পাদক, জামিল আনসারী সমাজকল্যাণ সম্পাদক, মোঃ আক্তার বাবুল সাহিত্য সম্পাদক, আশ্রাব আলী লিটন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক, মোহাম্মদ হাসান (জিলানী) স্কুল ও শিক্ষা সম্পাদক, মোঃ সিদ্দিক পাটওয়ারী কার্যকরী সদস্য, হারুন অর রসিদ কার্যকরী সদস্য, আবুল কাশেম চৌধুরী কার্যকরী সদস্য ,জাহাঙ্গীর সোরহাদী কার্যকরী সদস্য, মুনসুর আহমেদ কার্যকরী সদস্য, হাসান খান কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছে। সেলিম-আলী পরিষকে ভাট দিয়ে পূর্ন প্যানেকে জয়যুক্ত করায় আমেরিকাস্থ সকল বাংলাদেশীকে ধন্যবাদ জানিয়ে বেদাবেধ ভুলে গিয়ে সোসাইটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন নির্বাচিতরা।