গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের জুনিয়া গ্রামে অবস্থিত "মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)" এর উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামি মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ কাজী আফতাব উদ্দিন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাজী মোঃ সাইফুল ইসলাম শেখ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী আসাদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় ইসলামি বক্তা ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মুফতি মুহাম্মদ জাকারিয়া হারুন, আলহাজ¦ হাফেজ ওমর ফারুক, মাওলানা তাজউদ্দিন আল-হামিদী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু। হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ও এলাকার মৃত ব্যক্তির স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে রোববার ইসলামি বক্তা হিসেবে ছিলেন মুফতি যুবাইর আহমদ ভৈরবী, মাওলানা আনোয়ার হোসেন যুক্তিবাদী, হাফেজ মাওলানা মুফতি আবদুল মুমিন, হাফেজ মাওলানা রুহুল আমিন ভূঁইয়া। এতে মোঃ মোস্তাফিজুর রহমান কাজী নাছিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু। উদ্বোধক ছিলেন ডিড রাইটার মোঃ মেজবাহ উদ্দিন।