নেত্রকোনায় কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইসমাঈল মিয়া (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ছোট শালজান গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কামাল মিয়া ও শরীফা খাতুন দম্পতির কনিষ্ঠ সন্তান। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ইসমাঈল মিয়া দুপুরে নিজ বাড়ির উঠানে অন্যান্য সমবয়সী শিশুদের সাথে খেলা করছিল। এর ফাঁকে কোন একসময় বাড়ির বসতঘরে থাকা ফ্রিজ সংযোগ বিদ্যুতের তারে জড়িয়ে শট লেগে ইসমাঈল ঘরে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু ইসমাঈলের মৃত্যু হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ও পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।