ময়মনসিংহ নগরীর রহমতপুরে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরো সিএনজি পাম্পটি। সোমবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে হিমেল আহমেদ (২৮) নামে এক প্রাইভেটকার চালক মারা যায় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুস (৮৫) নামে এক বৃদ্ধ। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছে এবং আশংঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে খবর পেয়ে তাৎক্ষনিক জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার আজিজুল ইসলাম ও সেনবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা আড়াইটার দিকে রহমতপুরে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পেয়ে এগিয়ে যাই। সেখানে নিমিষেই আগুনের লেলিহাস শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ৪টি দোকানেও আগুন লেগে যায়। এ সময় শতশত উৎসুক জনতা ভীড় জমান।
হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- রহমতপুরের আরিফ হোসেনের ছেলে আবুল হোসেন (৪৫), মৃত ইসমাইলের ছেলে আবদুল কুদ্দুস (৮৫), জমির উদ্দিনের ছেলে আবদুল মালেকসহ (৫০), মুক্তাগাছার খেরুয়াজানি ইউনিয়নের খিলগাতী গ্রামের আবদুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও জামালপুরের ঘোড়াধাপ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীসহ (৩৫) আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছেন। অগ্নিদগ্ধ ছয়জনের অবস্থা গুরুতর। এদিকে সন্ধ্যায় পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল ইসলাম জানান, আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এলপিজি লড়ির ট্যাঙ্কার থেকে এলপিজি ফিলিং স্টেশনে স্থানান্তরের সময় লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে গ্যাস নেয়ার সময় একটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিক্সায় আগুন ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হিমেল মারা যায়। আগুনে দগ্ধ হয় কমপক্ষে ৮ জন। এদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন জানান, আগুন লাগার পর দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাম্পের গ্যাস লাইন লিকেজেরে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।