আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে এ কম্বল বিতরণ অনুষ্ঠান করা হয়।
তেঁতুলিয়া বাজার সংলগ্ন এলাকায় বসবাসরত গরীব অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন করা হয়। ৫০০ জন অসহায় ব্যক্তিকে একটি করে কম্বল বিতরণ করা হয় বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান মন্টু। তিনি নিজস্ব অর্থে গরীব অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কম্বল বিতরণ করেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউপি সদস্য সুবীর কুমার মিত্র উজ্জ্বল।